আমাদের সাথে যুক্ত হবার নিয়মঃ

আমাদের সাথে যোগাযোগ করে আপনাকে ভর্তি ফরম নিতে হবে। ফরম পুরন করে আমাদের জমা দিলে আপনাকে একটা কোম্পানি প্যানেল খুলে দেওয়া হবে। কোম্পানি প্যানেল থেকে আপনার ব্রাঞ্চ তৈরি করে নিতে হবে। কোম্পানি প্যানেল এ একাধিক মালিক্ম এর হিসাব দেখানো হবে।

  • ৫০০০ টাকা এককালীন প্রদান করে কোম্পানির জন্য একটা প্যাকেজ কিনতে হবে।
  • আপনার প্যাকেজ অনুযায়ী প্রতি মাসে আপনার কোম্পানি পেনেল এ বিলিং ইনভয়েজ চলে যাবে।তা প্রতি মাসের ১০ তারিখ এর মধ্যেই পরিশোধ করতে হবে। নতুবা আপনার সার্ভিস অটোমেটিক বন্ধ হয়ে যাবে ।
  • এস এম এস বিল মাস শেষে আপনার ইনভয়েজ এ মাসিক বিলের সাথে যুক্ত হয়ে যাবে । প্রতি মেসেজ ৩০ পয়সা করে।যা ব্যবহার করবেন তার উপর আপনাকে পরের মাসে বিল দিতে হবে।
  • এস এম এস এবং সার্ভিস চার্জ ছাড়া কোন প্রকার হিডেন চাজ নাই ।
  • কোম্পানির পক্ষে থেকে শুধু একজন ই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
  • আপনি চাইলে আমাদের সাথে দেখা না করে অনলাইন এর মাধ্যমেও আমার সার্ভিস নিতে পারেন।

Terms And Conditions

ব্রাঞ্চ ম্যানেজার বাহ যে কোন ইউজার এর আইডি থেকে কোন কিছু ডিলিট করে ফেললে বাহ কোন জালিয়াতি ধরা পরলে তাতে এ আর মাইক্রো ব্যাংকিং দায়ী থাকবে নাহ।

এককালীন অথবা মাসিক সার্ভিস চার্জ নিদিষ্ট সময়ে পেমেন্ট সম্পন্ন না হলে সাময়িক সময়ের জন্য কোম্পানির সার্ভিস বন্ধ থাকবে ।